গান: গীবত
কথা ও সুর: আব্দুস সালাম
গীবত করা মানুষগুলো
সবচেয়ে বেশি ভয়ঙ্কর
ছড়িয়ে যাক ভালোবাসা
প্রাণ থেকে প্রাণ পরস্পর।।
আরেকজনের দোষ খুঁজতেই
ব্যস্ত সে যে সব সময়
নিজের দোষের পাইনা হদিস
মানবে না ভুল তার হয়
আরেকজনের নিন্দা করে
জিন্দা করে পাব যে তার।।
নিজের মতের মিল খুঁজতে
যারা থাকে একরোখা
তাদের চোখে তিনি চালাক
অন্যরা সবাই বোকা
দূর করে দাও মন থেকে সব
হিংসা গীবত অহংকার।।