গান: ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে
কথা ও সুর: সংগ্রহ
ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে
ভোরে উঠে বললো ছেলে মাকে
কেন আমায় ডাকোনি ঘুম থেকে
রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে।
সে যে প্রাণে বড়ই ব্যথা পেল
সারাটা দিন নীরব হয়ে র’লো ॥
পরের রাতে ঘুমায় না সে আর
রাখবে রোজা ভাবনা শুধু তার
অবশেষে সময় যখন হলো
সেহরী করে নিয়ত বেঁধে নিলো
হলো সে যে ছোট্ট রোজাদার
ঐ ছেলেটির দুঃখ নাই যে আর ॥
সকাল গিয়ে দুপুর যখন হলো
ক্ষুধায় তৃঞ্চায় কাহিল হয়ে গেল
বললো বাবা, রোজা ভেঙে ফেল
আগের মত আজো হাসো খেলো
রোজা আমার দিয়ে দেব তোমায়-
তবুও সে রোজা ভাঙতে রাজি নয় ॥