গান: চন্দ্র সূর্য যদি আলো না দেয়
কথা: আবুল আলা মাসুম
সুর: মশিউর রহমান
চন্দ্র সূর্য যদি আলো না দেয়
তারাগুলো যদি সব ঝরে যায়
ক্ষতি নেই প্রভু
একটি চাওয়া শুধু তোমারই কাছে
তুমি শুধু তোমাকে দাও ॥
পৃথিবীর সবকিছু দিয়ে আমাকে
যদি নাও তুমি তোমাকে
প্রয়োজন নেই মোর সেই পৃথিবী
খুশি হলে জ্বালাও আমাকে
অশ্রু ছাড়া কিছু নেই তো দেবার
তুমি শুধু অশ্রুই নাও ॥
জান্নাতে যেয়ে যদি না পাই তোমায়
সে জান্নাত আমি চাই না
সুখ স্বর্গ যদি খোঁজে গো আমায়
তুমিহীনা সবই গো বৃথা
বিলিয়ে দিলাম সব তোমার তরে
নাও প্রভু তুমি যা চাও ॥