গান: চাঁদের চেয়ে সুন্দর তুমি
কথা: আবু তাহের বেলাল
সুর: গোলাম মাওলা


চাঁদের চেয়ে সুন্দর তুমি
নবী আমার সাল্লেআলা
সুখে দুখে রাসূল তোমার
প্রিয় হাবীব আল্লাহ তায়ালা ॥

তোমার নূরের রওশানিতে
ধূসর ধরা উঠলো মেতে
উঠলো মেতে থেকে থেকে
সাগর বুকে উর্মিমালা ॥

তোমার নামের মোহন বাঁশি
করে আমার মন উদাসী
ওগো নবী কামলিওয়ালা
তোমার নামে মিটাই জ্বালা ॥

রাসূল নামের গজল গেয়ে
সারা জাহান ব্যাকুল হয়ে
তোমার প্রেমের আলপনাতে
সুধায় ভরে গানের মালা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *