গান: ছায়া ঢাকা পাখি ডাকা
কথা ও সুর: আহমাদ আল-আমিন
ছায়া ঢাকা পাখি ডাকা আমার এই দেশ
সবুজের আবাহনে মিল পরিবেশ
বাংলাদেশ আমার বাংলাদেশ।
সূর্য রাঙে পূর্ব দিগন্তে
সম্ভাবনা হাসে হৃদয় সীমান্তে
প্রকৃতির সীমাজুড়ে রূপ অনিঃশেষ।
মায়ের আঁচলের পরশ বুলিয়ে
সে যেন আমায় ডাকে দু’হাত বাড়িয়ে
হাজার দেশের মাঝে একটি দেশ।