গান: ছোট্ট তাজা প্রাণ
কথা: আবু সালমান মুঃ আম্মার
সুর: গোলাম মাওলা
লা…..লা…..লা….লা……
আমরা শিশু কিশোর যারা
ছোট্ট তাজা প্রাণ
গানে গানে প্রভুর পথে
করবো আহবান ৷
তোমার রহম চাই যে শুধু
আল্লাহ মেহেরবান ৷৷
নিজকে গড়ে যাই এগিয়ে
শুধরে সকল ভুল
অসত্যের ঐ শিকলটার আজ
ভীত করি নির্মূল!
অহংকার আর হিংসা পোষণ
করে যে খানখান ৷৷
জ্ঞানের মহান সেই সে সুধা
করবো আহরণ,
বিনয়ী আর শালীন কোমল
করবো আচরণ ৷
তবেই প্রভুর রহম বারি
ঝরবে অফুরান ৷৷