গান: জন্মভূমি গো
কথা ও সুর: মতিউর রহমান খালেদ
জন্মভূমি গো
তুমি আমার অহংকার
তোমার বুকে জন্ম নিয়ে
ধন্য জীবন আমার।
কাজল দীঘির বুকে
ফোটে পদ্ম রাশি রাশি
মন ভরে যায় রোজ সকালে
সুর্য্যি মামার হাসি
ঘাসের বুকে শিশির কণা
ছড়ায় রূপের বাহার।
মায়ের কোলে যেমন শিশু
ঘুমায় পরম সুখে
তেমনি তোমার শ্যামল ছায়ায়
দিন কাটে সুখে দুঃখে
তোমার বুকে শীতল নদী
ঘুচায় মনের আঁধার।