গান: জাগো রে জাগো রে
কথা ও সুর: সংগ্রহ
জাগো রে জাগো রে
জাগো রে জাগো রে জাগো
হোসেনের তরবারি জেগে ওঠো
জিলানীরা প্রতিক্ষণে জেগে ওঠো
ফোরাতের তীরে তীরে দূর্গ গড়ে
মনের সাহসগুলো জাগিয়ে তোল ॥
মরু সাইমুম দাও খোদা উড়িয়ে নিতে
বেঈমান কাফেরের মাল সামানা
চোরাবালি দাও তুমি
বিলীন হতে ইহুদী নাসারার ঠিকানা
যুদ্ধ জাহাজগুলো ডুবিয়ে দিতে
সাইক্লোন টর্নেডো প্রলয় তোল ॥
দুই বাহুতে দাও খোদা শক্তি সাহস
সব মুসলিমে দাও একতা
ঈমান আমল দাও বহুগুণে
আরো দাও রাসূলের সততা
তোমার পৃথিবীর প্রতিক্ষণে
মায়া মমতা আর শান্তি ঢালো ॥