গান: জানি না আর ফুটবে কিনা
কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান
জানি না আর ফুটবে কিনা
এই বাগানে মালেকের মত কোন ফুল
কুরআনের আলোতে ভরিয়ে হৃদয় মন
ভেঙে দিতে মানুষের ভুল ॥
বহু দেনা শোধ হয় থেকে যায় কিছু ঋণ
মালেকের ঋণ জানি মিটবে না কোনদিন
তাঁর সে ঋণের ভারে জড়ো সড়ো এই প্রাণ
তাঁর ঋণ অম্লান প্রেরণার মূল ॥
যেমন মেধাবী সে তেমনি ছিলো তাঁর
সততা মনোবল
আল্লাহর প্রতি ছিলো দ্বিধাহীন বিশ্বাস
রাসূলের প্রেম ছিলো অনাবিল অবিচল।
মালেকের পথ ধরে আরো শত পাখি
আরশের ছায়াতে করে ডাকাডাকি
শহীদের মিছিলে অগ্রণী মালেক ঐ
তারে নেই আজো প্রেরণার মূল ॥