গান: জীবন দিলেন তিনি
কথা ও সুর: তারিক মুনাওয়ার

জীবন দিলেন তিনি
জীবন নিলেন তিনি
জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য
তুমি ধন্য ত্রিভুবনে তুমি অনন্য ॥

জীবন আমার তোমারই জন্য
মরণ আমার তোমারই জন্য
ভালোবাসা তোমারই জন্য
বিরহ জ্বালা সেতো তোমারই জন্য
জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য ॥

তুমি ভালোবাসো বেশি যে জীবন
তুমি ভালোবাসো বেশি যে মরণ
আমাকে দিও তোমারই রেজাহ
শাহাদাত অনন্য ॥

জীবন নিয়ে দুঃখ জ্বালা
দিও না কখনও আমায়
দুনিয়ার জন্যে ব্যস্ত সময়
কখনো দিও না আমায় ॥

সুমাইয়া হামজা হানজালা
জীবন করে দেয় শুধু জ্বালা
তাদেরই মত জীবন দিও সুখের অরণ্য ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *