গান: জীবন নামের ছোট্ট ঘুড়ি
কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মেহরাজ মিঠু
জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমায়
আপন মনে ঘুরছে দেখ খুশির সীমা নাই
ঘুড়ির মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে
হঠাৎ যেদিন পড়বে রে টান সেদিন উপায় নাই ॥
হাওয়ায় ঘুড়ি ডানা মেলে যখন যাবে মিশে
তখন রে মন এমনি স্মরণ হবি রে তুই কিসে
ভাবিস যত কাঁদিস বসে রবে না উপায়
ঠিক সময়ে না বুঝিলে পড়বি বেকায়দায় ॥
ভবের হাটে আসা-যাওয়া করবি যদি ভুল
ঘুড়ির সুতা ছিঁড়লে তবু হারাবি দুই কূল
ঠিক রীতিতে না উড়িলে পড়বি দরিয়ায়
বিধির বিধান না মানিলে বাঁচা বড় দায় ॥