গান: জীবন ফুরিয়ে যদি
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: আবদুস সালাম
জীবন ফুরিয়ে যদি একদিন মরণ আসে
তবু দেখে যেন যেতে পারি কোরআনের রাজ
দয়াময় ওগো তুমি দয়াময়
রেখো এ মিনতি জিন্দা করো কোন ইসলামী সমাজ ॥
দাও সেই দিন সেই বাহু সেই সালতানাত
তাওফীক দাও খোদা হতে পারি যেন
আখেরী নবীর খাস উম্মাত
কেয়ামাতে শাফায়াত নসীব করো
পেতে যেন নাহি হয় লাজ ॥
সেই আদালতে আখেরাতে যেদিন নবী
সুধাবেন উম্মত তোমার মুখের মাঝে
দাঁতগুলো অক্ষত দেখছি সবি
তোমার জীবনে বদর আসেনি কি
ওহুদ সামনে ফের করে কী কাজ ॥