গান: জুঁই চামেলি ফুল শিউলি
কথা ও সুর: রহমতুল্লাহ
জুঁই চামেলি ফুল শিউলি
আয় রে তোরা আয়
সবাই মিলে যাই রে চলে
নবীর মদীনায় ॥
নবীর দেশের গানের পাখি
গান ধরেছে সব
মুহাম্মদের নামের গানে
শুনছি কলরব
আকাশ জুড়ে গানের মধু
সুর ছড়িয়ে যায় ॥
দিনে রাতে রহম ঝরে
কদম পড়ে যার
সালাম দিয়ে ভরে দেবো
কদমখানি তার
শিমুল বকুল ও শেফালি
জলদি ছুটে আয় ॥