গান: জেনে বুঝে গাইলো যারা
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
জেনে বুঝে গাইলো যারা নূর নবীজীর নাম
জান মালের কুরবানী দিয়ে করছে যে সংগ্রাম ॥
তারা কিছুই পাবার ধারে না ধার এই যে ধরাতে
তারা চাওয়া পাওয়া ভুলেছে সব সঁপে আল্লাহতে
জিন্দেগানীর স্বপ্ন তাদের রাসূলে আকরাম ॥
তারা নেয় না কিছুই যায় দিয়ে সব
জানি চিরদিন
তারা লড়ে যায় ভাই সারা জীবন
ভাবনা শংকাহীন
দীন কায়েমের জন্য করে
আরামকে হারাম ॥
তারা পিছপা হয় না বিপদ এলে
সামনে এগিয়ে
তারা বুক পেতে দেয় সাহস ভরে
সব ঝুঁকি নিয়ে
রক্ত দিয়ে নাম লিখে যায়
নিত্য অবিরাম ॥