গান: ঝরনার পাশে দাঁড়ালে
কথা: আবু তাহের বেলাল
সুর: হাসিনুর রব মানু
রহীম করিম অশেষ অসীম
আমার প্রভু তুমি দয়াময়
ঝরনার পাশে দাঁড়ালে
জোসনার দিকে তাকালে
তোমার কথা মনে হয়
পাংশু মেঘের আড়ালে
ঐ চাঁদ তারা হারালে
তোমার কথা মনে হয় ॥
তোমার দানের নেই তুলনা
তোমার দয়ার নেই উপমা
এই পৃথিবী আকাশ মাটি
তোমার প্রেমে পায় সুষমা
তোমার নূরে দীপ জ্বালিয়ে
করলে জাহান আলোময় ॥
তোমার কথায় বৃষ্টি নামে
তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে
সাগর পানে মিলন মোহে
ক্লান্ত হাজার নদী ছোটে
দূর করে দাও প্রেম বিরহে
আমার সকল পরাজয় ॥