গান: টাট্টু ঘোড়া দুলকি চালে চলে
কথা: আসাদ বিন হাফিজ
সুর: সম্মিলিত


টাট্টু ঘোড়া দুলকি চালে চলে
জলহস্তি ডুব দিলো কি জলে
দেখ রে হরিণ ছানা
সে কী রে মায়ার বাহার
ছল ছল আঁখি প্রতি পলে ॥

সিংহ রাজার কেশর ঝুলে গলে
হস্তি কেন যায় না বড়ই তলে
জিরাফের লম্বা গলা
হনুমান খায় রে কলা
বানরে নিজের ধোঁকায় মরে ॥

বাঘের মাসি বিল্লি মিয়াও বলে
বাঘ বাবাজিও পড়ে গ্যারাকলে
সজারুর গায়ে কাঁটা
গণ্ডারের চামড়া মোটা
খরগোশ দ্রুত তালে চলে ॥

পিঠটা সদা উঁচু থাকে উটের
হারগিলেটার বাহার দেখ ঠোঁটের
শেয়ালের হুক্কা হুয়া
শোন রে কাকাতুয়া
খোদার লীলা দেখ নয়ন মেলে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *