গান: তাকবীর তোল এক আল্লাহর নামে
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
তাকবীর তোল এক আল্লাহর নামে
যিনি রহমান
তারিফ কর গুনগুন গুঞ্জরণে
সঁপে মন ও প্রাণ
আল্লাহু আল্লাহু আল্লাহ
সুর তোল কলতান
তাঁর নামে, কার নামে
প্রাণ কর আহ্বান
তাঁর নামে, কার নামে
যে নামে আছে যাদু
যে নামে আছে মধু
যে নামে এই না ধরা
পাগলপারা
আল্লাহু আল্লাহু আল্লাহ
নেয়ামাত ভরে যায়
তাঁর দানে কার দানে
দিনে আলো রাত কালো
তাঁর দানে কার দানে
যে নামে ইবরাহীমে
গরম অগ্নিবানে
প্রাণে এনেছিল শান্তিধারা
আল্লাহু আল্লাহু আল্লাহ