গান: তা’মুরুনা বিল মারুফি
কথা ও সুর: আবুল কাশেম

তা’মুরুনা বিল মারুফি
ওয়া তানহাওনা আনিল মুনকার
আকিমুদ্দিন
তোমরা ভালো কাজের আদেশ কর
মন্দ কাজের নিষেধ কর
দীন কায়েমের জন্য কর
জীবন মরণ সাধনা
তা না হলে হে নামাজী
গজব নাযিল হবে হবে
লাঞ্ছনা গঞ্জনা আসবে
দোয়া কবুল হবে না
নাজাত তোমার মিলবে না ॥

কুনতুম খাইরা উম্মাতি
তোমরাই সর্বোত্তম জাতি
উখরিজাত লিন নাস
মানব জাতির কল্যাণ করা
ঈমানদারের কাজ
এই কাজ না করে আজ
ধুঁকে ধুঁকে মরছে সবাই
হায় রে কী দুর্বল অসহায়
বীরের জাতি মুসলমান
হারালো রে যশ্ মান ॥

ওয়ালতাকুম মিনকুম উম্মাহ্
একটি দল তোমাদের থাকবে
ইয়াদউনা ইলাল খাইর
ভালোর দিকে আলোর দিকে
আহ্বান জানাবে
এই কাজের জন্য ও ভাই
পাঞ্জেগানা নামাজ ফরজ
রমযানের রোজা ফরজ
হজ্ব যাকাতও ফরজ তাই
দীন কায়েম কর সবাই ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *