গান: তুমি ফুল বাগিচার ফুল
কথা ও সুর: মুহাম্মাদ ইলিয়াস
তুমি ফুল বাগিচার ফুল
তুমি মানব জাতির কুল
তোমার পরশে এই ধরা
যেন হলো পাগলপারা
তুমি দোজাহানের নেতা ওগো
নেই যে তোমার তুল।
তুমি এলে ভুবন মাঝে
নিয়ে জ্যোতির আলো
তোমার আগমনে সবাই
দুঃখ ভুলে গেল
মানবের কা-ারী তুমি মদিনার বুলবুল।
তোমার শাফায়াতে সবাই
পার হবে পুলসিরাত
তোমার ভালবাসা পেলে
প্রভু দেবেন নাজাত
সাইয়্যেদুল মুরসালিন তুমি মুহাম্মাদ রাসূল।