গান: তুমি মালিক তুমি খালিক
কথা: মঈনুদ্দিন বকুল
সুর: মশিউর রহমান
তুমি মালিক তুমি খালিক
তুমি রাহমানুর রাহীম
তুমি মোদের বাঁচাও হে রহীম
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ॥
তোমার নামে ঐ আকাশে
পাখি উড়ে যায়
তোমার নামে এই বাতাসে
সুরভী ছড়ায়
গাছের ডালে কোকিল ডাকে
কুহু কুহু কুহু ॥
তুমি আছ এই হৃদয়ে
তাই তো যে গান গাই
তোমার তরে সিজদা করে
হৃদয়ও জুড়াই
তোমার নামে দোয়েল ডাকে
মুহু মুহু মুহু ॥