গান: তোমার প্রিয় হতে চাই আমরা
কথা ও সুর: আবুল আলা মাসুম

তোমার প্রিয় হতে চাই আমরা
কবুল কর প্রভু তুমি আমাদের ॥

সত্যবাদিতা দাও আবু বকরের
ত্যাগের মহিমা প্রভু দাও ওমরের
ওসমানের মত পরহেজগার কর
হৃদয়টা করে দাও আকাশ উদার ॥

খালিদের হিম্মত শক্তি আলীর
শহীদি নাজরানা হামজার
জ্ঞান আহরণে কর আবু হুরায়রা
কালেমার নিশানা দাও উড়াবার ॥

আজাদীর ইসলামী রাষ্ট্র গড়ার
তাওফিক দাও খোদা তুমি আমাদের
কিয়ামত দিবসে হেলালী নিশান
শোভা পায় যেন প্রভু হাতে মোদের ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *