গান: তোমার মহান নামে খুঁজি
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
তোমার মহান নামে খুঁজি
আমি সান্তনা
খালিক তুমি মালিক তুমি
তুমি রব্বানা এ বান্দার
তুমি ঠিকানা ॥
তোমার দয়ায় ধরায় এলাম
রিযিক দৌলত সবি পেলাম
তুমি মিটাতে পারো সকল আশা
সকল যন্ত্রণা আমাদের
সবার যন্ত্রণা ॥
নাফরমানির গ্লানি নিয়ে
করো না বিদায়
গোলাম বানাও শুধু তোমার
নবীর চেতনায় ॥
আমার জীবন আমার মরণ
আমার মেধা আমার মনন
আমি চাই বিলাতে তোমার পথে
শোন আমার প্রার্থনা
এলাহী শোন প্রার্থনা ॥