গান: তোমার সাথে কার তুলনা
কথা: সাজজাদ হোসাইন খান
সুর: সাইফুল্লাহ মানছুর
তোমার সাথে কার তুলনা
কার গো তুমি সই
বর্ণমালার বই?
তোমার সাথে কার তুলনা
কার সাথে যে মিল
ঐ আকাশের নীল?
তোমার সাথে কার তুলনা
পায় না খুঁজে কেউ
সাগর জলে ঢেউ?
তোমার সাথে কার তুলনা
কার গো তুমি কথা
নাম কি স্বাধীনতা?