গান: দু’চোখ আমার ক্লান্ত হয়ে যায় জানি
কথা ও সুর: আবদুস সালাম
দু’চোখ আমার ক্লান্ত হয়ে যায় জানি
দেখে এই বাংলার অপরূপা রূপ
দেখে যেন তার বদনখানি ॥
সুনীল আকাশ আর শ্যামলী বিজন
নদীর নূপুর পরে পায়
গানের পাখিরা গেয়ে প্রভাতের গান
সুরে সুরে যায় উড়ে যায়
প্রজাপতি ঢাকে লাজে তার মুখ
পেয়ে যেনো কার হাতছানি ॥
ফাগুন গানে আর ভ্রমরের প্রেমে
মধুর মিতালী আলাপন
যত দেখি বাংলার অপরূপা রূপ
দেখে দেখে ভরে যায় মন
রূপের মাধুরী যেনো বাংলা আমার
সাজিয়েছে অন্তর্যামী ॥