গান: দুষ্টুর দুষ্টামি থামে না যে আর
কথা ও সুর: শফিক আদনান
দুষ্টুর দুষ্টামি থামে না যে আর
এটা না ওটা না সারাক্ষণ বাহানা
পড়ালেখা কেন জানি
ভাল্লাগে না তার।
সকালেতে ব্রাশ করা আর খাওয়া নাশতা
আম্মুর বকুনি যেন লাগে সস্তা
খেলনাটা ভেঙে গেলে
মেঝেতে যায় ঢলে
কেঁদে কেটে ইস্কুলের সময়টা পার।
চাঁদ মামা গান ছাড়া চোখে ঘুম আসে না
মাথায় হাত না বুলালে রেগে মেগে গাল ফুলে
অভিমানে বলে উঠে মা ভালোবাসে না।
টম জেরি কার্টুনে মজে থাকে সারাক্ষণ
বুগি উগি মিনা রাজু আর দেখে ডরিমন
বড় চশমার ফাঁকে আব্বুর চোখ দেখে
ভয়ে ভয়ে পড়ালেখা করে সে আবার।