গান: দেশের মানুষ হইল বেহুঁশ
কথা: আ জ ম ওবায়দুল্লাহ
সুর: সাইফুল্লাহ মানছুর
দেশের মানুষ হইল বেহুঁশ
হারাইয়া স্বজন
বানের তোড়ে ভাইসা গেছে
কত আপনজন ॥
সেদিন রাইতে আইলো ঝড় পাহাড় বরাবর
তুফান আইয়া কাইড়া নিল তামাম বাড়ি ঘর
উজাড় কইরা লইয়া গেল সবুজ গাছ আর বন ॥
বুড়ির চরে সবাই গেছে বাঁইচা আছে বুড়ি
বিরান ভিটায় অবোধ শিশু আছে মানব কুঁড়ি
কেমন ধারায় বাঁচাও মরাও বোঝে না এ মন ॥
বিরান দেশে আসলে ছাওয়াল জওয়াব পাইমু না
কাইন্দা কাইট্টা বুক ভাসাইবো হাজার জনের মা
কোনখানেতে ভাইসা গেছে ওদের বুকের ধন ॥