গান: নতুন চাঁদের হৃদয় থেকে
কথা: বিল্লাল হোসাইন নুরী
সুর: রবিউল ইসলাম ফয়সল


নতুন চাঁদের হৃদয় থেকে জোসনা ঝরে
রহম নিয়ে কে এলো আবার চরাচরে
মাগফিরাতের খুশবু মাখা উতাল হাওয়া
দোল দিয়ে যায় তোমার ঘরে আমার ঘরে ॥

কোরআন বোঝার শ্রেষ্ঠ সময় আবার এলো
পাপী তাপী আযাব থেকে নাজাত পেলো
খুলে গেছে ফেরদাউসের স্বপ্ন দুয়ার
অন্ধ মনের আকাশ গেছে আলোয় ভরে ॥

আযাযিলের পায়ে এখন শিকল বাঁধা
দু’চোখ জুড়ে লাগবে না আর গোলক ধাঁধা
জাহান্নামের আগুন বুকে ঝুলছে তালা
ক্ষমা পাবার এই তো সময় চিরতরে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *