গান: নদী নদী হায় রে নদী
কথা ও সুর: সংগ্রহ

নদী নদী হায় রে নদী
এ কেমন খেলা খেলিলি
ভাঙ্গনেতে সবই ডুবাইলি ॥

পাড়ে বসে আর কভু গান গাবো না
তোর বুকে আমি কোনদিন যাবো না
পিপাসায় যদি বুক ভেঙে যায় তবু
তোর করুণা আর চাইবো না ॥

আমি ও আমার বোন তোর বুকে খেলেছি
সকাল আর সন্ধ্যায় কত গান গেয়েছি
আজ স্মৃতি মনে পড়ে বুক ভেসে যায়
অন্ধ বোনটাও রাখলি না ॥

আমার ছোট বোন অন্ধ ছিলো বলে
তারে ডুবায় তুই নিলি তোর জলে
বাবা মা তো কেউ নেই চলে গেছে ওপারে
চোখের পানি কভু রুখছে না ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *