গান: নবীজী আমার দীন কায়েমের তরে
কথা ও সুর: আবুল কাশেম
নবীজী আমার দীন কায়েমের তরে
সারাটি জীবন ভরে করেছেন লড়াই
শান্তি সুখের রাজ ইসলামী সমাজ
কায়েম করেছেন মদীনায়
কায়েম করেছেন দুনিয়ায় ॥
আল কুরআনের রাজ কায়েম করার কাজ
শ্রেষ্ঠ আমল স্বয়ং করেছেন রাসূল
সেই আমল সেই কাজ না করে হায় আজ
কোন সে আমল নিয়ে হয়েছো ব্যাকুল
ভেবে রেখো বন্ধু পড়েছ ধোঁকায় ॥
কত না দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণায়
সয়েছেন অপবাদ কত না রটনা
প্রতিবাদ করেছেন অন্যায় জুলুমের
প্রতিরোধ গড়েছেন মিথ্যা ও বাতিলের।
আজকের এ দুর্দিনে কুরআনের আহ্বানে
নবীজীর পথ ধরে এক হও ভাই
নবীজীর সমাজ গড়ে তোলার কাজ
জান দিয়ে মাল দিয়ে কর সবাই
অন্য তরিকায় নাই রে উপায় ॥