গান: নিজের তরে চাও ভাল যা
কথা: কে এম মুনীর হোসাইন
সুর: শাহাবুদ্দীন

নিজের তরে চাও ভাল যা
পরের তরে চাও
ভুল করে কেউ মাফ যদি চায়
ক্ষমা করে দাও ॥

নিজকে তুমি ভাবলে ছোট তবেই হবে বড়
ভালো কাজের গুণগুলো সব নিজের মাঝে গড়ো
যত পার দেশ ও দশের সেবা করে যাও ॥

ধনী-গরিব নয় ব্যবধান সবাই তো সমান
ছোট বড় বুঝে করো আদর ও সম্মান
মহামানবের পথে চলে জীবনটা সাজাও ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *