গান: নির্জন নির্ঘুম এই রাতে
কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক

নির্জন নির্ঘুম এই রাতে
আরশ পানে দুটি হাত তুলে
প্রভুর প্রেমে পাগল হয়ে
রহমতের ঝর্ণা নিয়ে
কাঁদো অশান্ত প্রাণ ॥

আকাশের তারাগুলো
তোমার সাথে জেগে রবে
রাতজাগা ডাহুক পাখি
তোমার সঙ্গী হবে
তবু দু’চোখে নামুক শ্রাবণ
অশ্রু প্লাবন অশ্রু প্লাবন ॥

সারারাত জেগে থেকে
হৃদয় মাঝে জাগাও প্রীতি
শুদ্ধ মননে আনো
আল্লাহ প্রেমের ভীতি
তবু দু’চোখে নামুক শ্রাবণ
অশ্রু প্লাবন অশ্রু প্লাবন ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *