গান: নীল আকাশে নীল আঁচলে
কথা: বিল্লাল হোসাইন নূরী
সুর: আমিনুল ইসলাম
নীল আকাশে নীল আঁচলে
কোন হেলালের হাসি
উঠলো বেজে মধুর হাসি
কোন বেলালের বাঁশি।
আজকে কেন রঙিন হলো মন
জগৎ জুড়ে কিসের আয়োজন
চোখের তারা উঠলো জ্বলে
স্বপ্ন রাশি রাশি।
একটি মাসের সিয়াম শেষে
ঈদ এসেছে বুঝি
খুশির হাওয়া সবার ঘরে
বইলো সোজাসুজি।
বুকে বুকে লাগলো সবার বুক
প্রাণে প্রাণে উঠলো দুলে সুখ
প্রতি দিনই ঈদের খুশি
চায় যে জগৎবাসী।