গান: নীল নীল নীলাকাশ
কথা: জসিম উদ্দীন সৌরভ
সুর: শফিক আদনান
নীল নীল নীলাকাশ
সবুজ শ্যামল মাঠ
পাখির কণ্ঠে গান আর
জোসনা ভরা রাত
তোমার নেয়ামত
এসব তোমার নেয়ামত
ওগো প্রভু এসব তোমার নেয়ামত।
বীজ দিয়েছ বৃক্ষ হতে
তার থেকে হয় ফল
মায়ামাখা সকাল দিলে
শিশির টলমল
তাই তো তোমায় ডাকি প্রভু
তুলে দুটি হাত।
আঁধারেতে আলো দিলে
হাঁটতে চলার পথ
পাহাড়েতে ঝর্ণা দিলে
সেও রহমত
তাই তো তোমায় ডাকি প্রভু
আমরা দিবস রাত।