গান: পর্দা করা ফরজ বন্ধু
কথা ও সুর: আব্দুস সালাম
পর্দা করা ফরজ বন্ধু
পর্দাতে নাই লজ্জা
পর্দা হলো শালীনতা
জান্নাতি সাজসজ্জা।।
পর্দাতো মুমিনের অহংকার
পর্দা করে দেখো তোমায়
লাগবে কি সুন্দর
রবের হুকুম করলে পালন
বেড়ে যাবে ইজ্জাত।।
পর্দা মুসলমানের পরিচয়
পর্দা কর হৃদয় রেখে
আল্লাহ তালার ভয়
পর্দা কর ঘর-বাহিরে
যাওরে যেথায় ইচ্ছা।।