গান: পাতা বাহার
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: দিদারুল ইসলাম
পাতা বাহার পাতা বাহার ও পাতা বাহার
তোমার পাতার শিল্পী সে কে রংতুলিটা কার?
তোমার রঙের রঙিন ছটায় নিবিড় আলিঙ্গন
সেই রঙেতে রাঙে হৃদয় রাঙে দু’নয়ন
প্রজাপতির পাখার মত পাখা যে তোমার।
তোমার পাতার বাহার দিয়ে সাজাও বাড়ি ঘর
ছোট বড় সবাই আপন কেউ না তোমার পর।
তোমার রঙে মুগ্ধ কবি মুগ্ধ সাধারণ
তাই তো তোমার ডালে ছোট্ট পাখির আবাসন
তোমার পাতার ভক্ত অশেষ পাঠক বেশুমার।