গান: পৃথিবীর ম্যাপে খুঁজে ফিরি দেখি
কথা ও সুর: আবুল আলা মাসুম
পৃথিবীর ম্যাপে খুঁজে ফিরি দেখি আমি
সবার শেষে এসে
অপরূপা সাজে বসে আছে সে যেনো এক
নবীনা বধূর বেশে
হৃদয় কারা দুটি অক্ষরে
মধুময় মিষ্টি রেশ
প্রাণের চেয়েও প্রিয় নামখানি
আমার বাংলাদেশ ॥
রূপ গৌরবে বাংলা সেতো
সকল দেশের রাণী
রক্ত দিয়ে চুক্তি হয়েছে
হৃদয় নিংড়ানি
অপরূপা তার দেহের গড়ন
নদী সাগর আর মেঘের বরণ
সবুজ পাতা দেহের সাথে
মেঘ কাজলের কেশ ॥
স্রষ্টার লাখো নেয়ামাত সদা
বর্ষে আমার দেশে
মেঘের থেকে বর্ষা ঝরায়
বাদল ধারা হেসে
হেথা নিয়ে আসে মৌসুমী ফল
প্রকৃতিতে রূপ-রসেরই ঢল
বাদল ঝরা মেঘের মত
তখন বাংলার বেশ ॥