গান: ফিরে এলো এলো আবার
কথা: সুমন শামস
সুর: সুমন আজীজ


ফিরে এলো এলো আবার
প্রতীক্ষিত রমজান
রহমত বরকত মাগফেরাতের
নিয়ে এলো আহ্বান ॥

অনুশোচনা আর যত তিক্ত অনুভবে
ক্ষমা পাবার এলো সময় দাও সাড়া দাও সবে
রোজার দীক্ষা নিয়ে সবাই
অন্তর কর রওশন ॥

আজ নিজেকে সমর্পণে করে দাও নিবেদন
হৃদয় পথে আসবে জোয়ার জান্নাতি শিহরণ
পথ পাথেয় এ মাসটাতে
অফুরন্ত কল্যাণ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *