গান: ফোটায় ফোটায় বৃষ্টি এলো
কথা: মুজাহিদুল ইসলাম
সুর: রবিউল ইসলাম ফয়সল
ফোটায় ফোটায় বৃষ্টি এলো
মাতলো সবুজ বন
আজকে নাকি পাড়ায় পাড়ায়
মেঘের নিমন্ত্রণ।
খুব সকালে মন ছুঁয়েছে
কদম কেয়ার ঘ্রাণ
টিনের চালে সারা দুপুর
মিষ্টি মধুর গান
পদ্মা নদীর বুকটা জুড়ে
ঢেউয়ের বিচরণ
কৃষক ভাইয়ের মুখের হাসি
বাড়ছে প্রতিক্ষণ।
ক’দিন পরেই সোনার ধানে
ভরবে যে উঠোন
বৃষ্টি ছাড়া হয় না মনে
সুখের আগমন।