গান: বছর ঘুরে আবার এলো
কথা ও সুর: এস এম মঈনুল ইসলাম

বছর ঘুরে আবার এলো
রমজানী সেই দীপ্ত আলো
পাপ ভুলে যাও ক্ষমা চেয়ে নাও
পাপ বুঝি মোচনের সময় হলো ॥

চারিদিকে চেয়ে দেখো আলোর প্রদীপ
আঁধারের অমানিশা মোড়ানো
পাপাচার দুরাচার পায়ে দলে
সত্যের পথ আছে মেলানো
সিয়াম সাধনার ফল স্বরূপ
জান্নাত পাবে সেতো অনেক ভালো ॥

শয়তান ধোঁকাবাজ বন্দি সবে
আঁধারের পথ আছে বন্ধ
ঈমানের পথ শুধু খোলা তোমার
সহজেই জপে নাও সত্য
প্রভুর কাছে তুমি যা খুশি চাও
রমজান সে চাওয়ার সুযোগ দিলো ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *