গান: বছর বছর আসে আর যায়
কথা ও সুর: শরীফ আমীন

বছর বছর আসে আর যায়
পাক মাহে রমজান
মুসলমানের জন্যে এ যে
খোদার সেরা দান ॥

খোদার রহম অঝোর ধারায়
ঝরছে সকল পাড়ায় পাড়ায়
পবিত্র এ মাসে
শয়তান সেতো বন্দি ঘরে
নেইকো সুযোগ ফন্দি করে
মন নাচে উচ্ছ্বাসে
রহমত বরকত মাগফেরাতে
বইয়ে দিলো বান ॥

রোজার ফজিলত আহা কী যে
যার প্রতিদান আল্লাহ নিজে
এ যে পরম পাওয়া
একটি সু-কাজ করলে তবে
সত্তর গুণ পুণ্য হবে
কার কি বা আর চাওয়া
হাজার মাসের চাইতে বড়
রাত যে বিদ্যমান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *