গান: বনের পশু চিনলো যারে
কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান


বনের পশু চিনলো যারে
চিনলো না হায় মানুষ তারে
আল আহাদের ডাক দিলে তাই
কাফের বে-দীন পাথর মারে ॥

আবু জেহেল লাহাবেরা
মন্দ কাজে ছিল সেরা
আকাশ বাতাস কাঁদে যেন
তাদের হাজার অনাচারে ॥

পাগল বলে দেয় যে তাড়া
ভিটে মাটি করে ছাড়া
নানা রকম দেয় অপবাদ
লাঞ্ছনা দেয় বারে বারে ॥

খোদার হাবিব দয়াল নবী
আমার প্রিয় ধ্যানের ছবি
রহম হয়ে এলে ধরায়
অধম মানুষ চিনলো না রে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *