গান: বাংলাদেশ জিন্দাবাদ
কথা ও সুর: আরিফুল হক

বাংলাদেশ জিন্দাবাদ
বিশ্বজুড়ে উঠেছে আওয়াজ
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ॥

শান্তি সুখে ভরুক সারা দেশ
ধ্বংসযজ্ঞ হোক আজি নিঃশেষ
শান্তির মিলনে মেলি কোটি কোটি হাত ॥

পদ্মা মেঘনা সুরমা কণ্ঠে তুলেছে ঐকতান
চির দুঃখিনি ইছামতি বুকে প্রাণময় তব গান
মোরা দুর্নিবার দুর্বার নব প্রভাত ॥

গ্রাম পথে পথে খামারে ক্ষেতেতে শান্তি যারা ছিনায়
আমরা প্রহরী কোটি প্রাণে জাগি শান্তি রক্ষায়
মোরা দুর্নিবার দুর্বার নব প্রভাত ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *