গান: বাজিছে দামামা বাঁধ রে আমামা
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

বাজিছে দামামা বাঁধ রে আমামা
শির উঁচু করি মুসলমান
দাওয়াত এসেছে নয়া জামানার
ভাঙা কেল্লায় উড়ে নিশান ॥

মুখেতে কালেমা হাতে তলোয়ার
বুকে ইসলামী জোশ দুর্বার
হৃদয়ে লইয়া এশক আল্লাহর
ছুটে চল আজ বাজে বিষাণ
ভয় কি রে তোর গলায় তাবিজ
বাঁধা যে রে ঐ পাক কোরআন ॥

নহে মোরা জীব ভোগ বিলাসের
শাহাদাৎ ছিল কাম্য মোদের
ভিখারীর সাজে খলিফা যাদের
শাসন করিল আধা জাহান
তারা আজ পড়ে ঘুমায় বেহুঁশ
বাহিরে বইছে ঝড় তুফান ॥

ঘুমাইয়া কাযা করেছি ফজর
তখনো জাগিনি যখন জোহর
হেলায় খেলায় কেটেছে আসর
মাগরিবের ঐ শুনি আযান
জামাত শামিল হও রে এশাতে
এখনো জামাতে আছে স্থান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *