গান: বিশ্বাসীরা সবাই জানে
কথা: খন্দকার সাইদুর রহমান
সুর: শাহাবুদ্দীন


বিশ্বাসীরা সবাই জানে
রমজানেরই কল্যাণ
স্বয়ং খোদা স্বহস্তে যার
বদলা দিতে চান ॥

এই মাহিনার কী মরতবা
পাপী আজি রইলো কে বা
সিয়াম তোমার হবে জামিন
ভয় কি রে মীজান ॥

কী ফজিলত কদর রাতের
নাজিল হল পাক কালাম
চিনলো বিশ্ব শেষ নবীকে
পড়ল দরূদ দেয় সালাম ॥

কুরআনের বাণী পুঁজি করে
জীবনটাকে লইবো গড়ে
এমন নসীব দিয়ো মোদের
হে প্রভু রহমান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *