গান: বুশ মানে শয়তানী শয়তানী
কথা ও সুর: সংগ্রহ

বুশ মানে শয়তানী শয়তানী
বুশ মানে ভণ্ডামী ভণ্ডামী
বুশ মানে মানবতা
মরা গরু মনে করে
শকুনের মত করে টানাটানি ॥

বুশ মানে বিভীষিকা
বুশ মানে ধ্বংস
বুশ মানে জালিয়াতি
জালিমের বংশ
বুশ মানে ইবলিস
শ্যারনের হাত ধরে
ব্লেয়ারের সাথে করে কানাকানি ॥

বুশ মানে পাগলামী
গণ্ডার চামড়া
বুশ মানে এক চোখা
ব্যাটা এক দামড়া
বুশ মানে মানবতা
দুটি পায়ে দলে চলে
নব হিটলার করে হানাহানি ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *