গান: বৃক্ষ কালিমা মুছে নতুন
কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
বৃক্ষ কালিমা মুছে নতুন
পাতায় সাজে ফাগুনে যেমন
রোজা আসে মানুষের
কালিমা মুছে দিয়ে
এনে দিতে নিষ্পাপ নতুন জীবন ॥
এ মাসের ইবাদাতে আল্লাহর
প্রতিদান আছে সুমহান
এ মাসের বরকতে
প্রেতাত্মা বেঁধে রেখে
জান্নাত খুলে দেন তিনি রহমান ॥
এ মাসের মাঝে আছে সে
মহান রজনী কদরের রাত
যে রাতের গভীরেই
আল্লাহর ঘোষণায়
হাজার মাসের চেয়ে আছে ফজিলত ॥