গান: বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার
কথা ও সুর: শফিক আদনান
বৃষ্টির মতো ঝরে অশ্রু আমার
কেউ নেই আঁচল দিয়ে মুছে দেবার
মাগো মাগো
তোমাকেই ভাবি আমি বার বার
আকাশের চাঁদ দেখে
কেন ভালো লাগে না
ঘুম পাড়ানী গানে
মন আর জাগে না।
আ…আ…আ…
পথ পানে চেয়ে থাকি কত আর
চোখের আড়াল হলে কেঁদে ভাসাতে বুক
আমার কথা ভেবে মলিন হতো মুখ
আ…আ…আ…
আর কি পরে না মনে মা তোমার।