গান: ভালো কাজের ভালো ফল
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জাফর সাদেক
ভালো কাজের ভালো ফল
মন্দ কাজে মন্দ
ভালো কাজের মধ্যে আছে
মনের মত ছন্দ ॥
বাতাস ভালো কাজ করে তাই
আমরা নিঃশ্বাস নেই
বিনিময়ে নিঃশ্বাসের বিষ
আমরা ঢেলে দেই
কিন্তু বাতাস করে না তো
কোন রকম দ্বন্দ্ব ॥
নিজের কষ্ট সয়ে যারা
অন্যের কষ্ট তাড়ায়
তারাই বন্ধু এই সমাজের
সৌন্দর্যটা বাড়ায় ॥
তুমি যদি না ভালো হও
তবে তোমার সঙ্গী
মিলে তোমরা দু’জন হবে
খারাপ পথের জঙ্গী
এমনিভাবে একে একে
আলোর পথ হয় বন্ধ ॥