গান: মরু সাহারায় খুশির দোলায়
কথা: ইয়াকুব বিশ্বাস
সুর: মশিউর রহমান


মরু সাহারায় খুশির দোলায়
গেয়ে ওঠে বুলবুল
আলোর জ্যোতি ছড়িয়ে এলেন
মুহাম্মাদ রাসূল ॥

পাহাড় নদী ঝর্ণাধারা
খুশিতে তাই পাগলপারা
পুষ্প বনে আজো হাসে
জুঁই চাঁপা বকুল ॥

জাহেলিয়ার কালো আঁধার
যায় পালিয়ে দূর পারাবার
বিশ্ববাসী পেলো এবার
সব আদর্শের মূল ॥

পাপী তাপী হৃদয়গুলো
খুঁজে পেলো নতুন আলো
দীনের জ্যোতি ছড়িয়ে দিলেন
রাসূলে মাকবুল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *