গান: মাগো আমার জানা হলো না
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খাঁন
মাগো আমার অনেক কিছু
জানা হলো না
নীল পরী আর ডাইনি বুড়ি
ভালো লাগে না।।
সত্যি করে বলবে কি মা
রাতের আকাশে
লক্ষ তারা রুপালি চাঁদ
কোত্থেকে আসে?
সাত সকালে যায় লুকিয়ে
কোথায় জানিনা।।
নিত্য ভোরে সূর্যটারে
কোন সে বিজ্ঞানী
পাতালফুড়ের রাজ্য থেকে
আনে গো টানি
তা না হলে লুকিয়ে যেতাম
খুঁজে পেতে না।।